নিজস্ব প্রতিবেদক:
ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু‘র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদ্য সংগঠিত হওয়া “কক্স টিউন” এর উদ্যোগে প্রয়াত এই শিল্পীকে উৎসর্গ করে একটি গান পরিচালনা করেছে।
রবিবার (১৮ অক্টোবর) গানটি কক্স টিউনের অফিসিয়াল ফেইসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
এতে ৪০ জনের একটি অদম্য তরুণ দল এটি বাস্তবায়ন করে।
কক্সবাজারের সুপ্ত প্রতিভাবান শিল্পীদেরকে একটি প্ল্যাটফর্ম দেওয়াই কক্স টিউনের লক্ষ্য। সংগীতের সুরমালিকায় সমাজ তথা দেশের সকল অশুভকে দূর করে, নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত রাখাই কক্স টিউনের মূলভাবনা।