নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাও থানা পুলিশের পক্ষথেকে করোনাভাইরাস থেকে সুরক্ষায় পথচারীদের মধ্যে ২য় দিনের মত মাস্ক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দিনব্যাপী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনার অংশ হিসেবে ঈদগাও থানার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ঈদগাও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ আব্দুল হালিম, এস আই মোহাম্মদ রেজাউল করিম সহ থানা পুলিশের একটি সেচ্ছাসেবী টিম। এ সময় মাস্ক বিতরণে সার্বিক সহযোগীতা করেন বৃহত্তর ঈদগাওর সেচ্ছাসেবী সংগঠন ঈদগাও ব্লাট ডোনার এসিসোয়েসনের সেচ্ছাসেবী সদস্য বৃন্দ।
ওসি মো: আব্দুল হালিম বলেন, আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বাইরে চলাফেরা করে নিজের পাশাপাশি দেশ ও সমাজকে সুরক্ষা করতে পারেন সেজন্য এই প্রচারণা চালানো হচ্ছে।