রাসেদুল ইসলাম মাহমুদ:
সরকারি সিদ্ধান্ত মেনে বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলেদেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন৷
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে শিশুদের হাতে বই তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
সারাদেশের ন্যায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”
এই প্রতিপাদ্যে সুশিক্ষিত জাতি বিনির্মাণে বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রত্যয়ে সারা দেশের ন্যয় আজ কক্সবাজারেও জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
চকচকে নতুন বই পেয়ে সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের চোখেমুখে খুশির ফোয়ারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।
এছাড়া স্কুলের প্রধান শিক্ষকসহ সাধারণ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে বাড়িতে শিশুদের পড়াশোনার যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ করেন জেলা প্রশাসক।